ফয়সাল হোসেন লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভাধীন ৫ টি হাট- বাজার বাংলা ১৪৩০ সনের ১ লা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত ইজাড়া দেয়ার জন্য ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ ইং দরপত্র আহ্বান করা হয় যাহার নং ১২/২০২২-২৩ ইং।
উক্ত দরপত্রের আলোকে মোঃ মনিরুজ্জামান পাটোয়ারী ৭২,৩৩,৬০০.০০টাকায় সর্বোচ্চ দরদাতা হয়ে ইজারাদার হিসাবে মনোনীত হন।
বিধি মোতাবেক তিনি ব্যংকে উক্ত টাকা জমা দেয়ার পর ৪ মাস অতিবাহিত হলেও পৌরসভা কর্তৃক ইজারাদারকে বাজার বুঝিয়ে দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সুরাহা করতে জেলা প্রশাসক বরাবর মনিরুজ্জামান অভিযোগ দায়ের করলে ১০জুলাই জেলা প্রশাসকের পক্ষে মোঃ সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার, স্থানীয় সরকার শাখা লক্ষ্মীপুর পৌরসভার মেয়রকে হাট- বাজার সমূহ ইজাড়াদার মনিরুজ্জামান পাটোয়ারীকে বুঝিয়ে দিতে আদেশ করে পরিপত্র জারী করেন।
আদেশনামার ১ মাস হয়ে গেলেও এখনো বাজার বুঝে পাননি বলে জানান মনিরুজ্জামান পাটোয়ারী। এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়াকে ফোন করলে তিনি জানান, তিনি অনেক আগেই বাজার বুঝে নিয়ে আবার নিজেই বিক্রি করে দেন। এছাড়াও পৌরসভা নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করছেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।
এ ব্যপারে চিঠি দিয়ে ইজাড়াদারকে সতর্ক করলেও তিনি কর্ণপাত করছেন না।
এ বিষয়ে ইজাড়াদার মনিরুজ্জামান পাটোয়ারী জানান, বৈধভাবে পৌরসভার হাট- বাজার ইজাড়া নিয়ে সকল টাকা পরিশোধ করি। প্রতিমাসে ৬২ হাজার টাকা ব্যাংকের সুদ আসে। কিন্তু এখনো আমাকে হাট- বাজার বুঝিয়ে দেয়া হয়নি। আমি আমার বাজারগুলো বুঝে পেতে চাই।
মন্তব্য