শনিবার, ২৪ মে ২০২৫
 

পাথরঘাটায় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম কবির

ন্যাশনাল ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৩

---
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির পাথরঘাটা উপজেলায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বুধবার সারাদিন পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে হাজির হয়ে চেয়ারম্যান ও সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, কাকচিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন পল্টু, রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মইনুল ইসলাম, নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়া ও চরদুয়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ এবং গোলাম কবিরের সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। বিকেলে পাথরঘাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আমিনের সঞ্চালনায় এ মতবিনিময়ে সভায় প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির। এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, বিবিচিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন, বেতাগী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খলিফা, বেতাগী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাদিছৃর রহমান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহসীন ফয়সাল অপু, মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গাজী জালাল আহমেদ, কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মাহমুদ সুমন, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনুসহ আরো অনেকে। সন্ধ্যার পরে এবিএম গোলাম কবির পাথরঘাটা আওয়ামী লীগ কার্যালয় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাবির হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon