শনিবার, ২৪ মে ২০২৫
 

কাঠালিয়ায় বিদ্যুৎ স্পর্শে নিহত ২

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২ আগস্ট ২০২৩

---
মো. আরমান সরদার, কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিদ্যুতের স্পর্শে উপজেলার মরিচবুনিয়া পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ মিজান (৪৩) ও একই কেন্দ্রের লাইনম্যান মোঃ মনির হোসেন (৩৪) নামে দুই ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়।

(২ আগস্ট) বুধবার বিকেল ৬ দিকে উপজেলা পাটিখালঘাটা ইউনিয়ন নেয়ামতপুরা গ্রামের জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

মৃত মো মিজানুর রহমান এর বাড়ি পটুয়াখালী জেলায় এবং মনির হোসেনের বাড়ি কাঠালিয়া বানাই গ্রামে। স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে পল্লী বিদ্যুতের তার ছিড়ে যাওয়া লাইন মেরামত করছিলেন। হঠাৎ সন্ধ্যা ছয়টার দিকে বিদ্যুৎতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে তাদের দুজনকেই আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্মরত থাকা চিকিৎসক মোঃ উচ্ছ্বাস আহমেদ তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হাসপাতাল থেকে মরা দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon