শনিবার, ২৪ মে ২০২৫
 

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩

---

বিএনপির অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।

রবিবার (৩০ জুলাই) বিকাল ৫ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, সহ সভাপতি ডা. গোলাম রাব্বানী, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ অন্যরা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, উপ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য আবু সুফিয়ান, সদস্য গোলাম শাহনেওয়াজ অপু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনসহ অন্যরা।

বক্তারা গতকাল ঢাকার বিভিন্ন এলাকায় অবরোধের নামে বাসে অগ্নি সংযোগ, নৈরাজ্য করার প্রতিবাদ জানায় এবং আগামীতে এসকল সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আওয়ামী লীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon