বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
 

পিরোজপুরে ছাত্রলীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন আতিকুর রহমান খান হৃদয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬

---

মো. শামীম হোসাইন

পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামে এক নেতা। বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্প পেপারে স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এবং বিএনপিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।

মো. আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আ. হান্নান খান ও আয়েশা সিদ্দিকার বড় ছেলে।

অঙ্গীকারনামা ও সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে আতিকুর রহমান খান হৃদয় বলেন,‘আমাকে জোরপূর্বকভাবে ২০১৬-১৭ সালে বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। আমি এই সংগঠনে ২০১৯-২০ সাল পর্যন্ত অন্তর্ভুক্ত ছিলাম। এরপর থেকে ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে আমি স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করেছি এবং বিএনপি ও এর আদর্শের পক্ষে কাজ করতে চাই।’

এ বিষয়ে আতিকুর রহমান খান হৃদয়ের বাবা মো. আ. হান্নান খান বলেন,‘আমার ছেলে হৃদয় কখনোই ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের লোকজন আমার ছেলেকে খুঁজতে আমাদের বাসায় আসেন, যা আমাদের জন্য চরম বিব্রতকর।’

তিনি আরও বলেন,‘আমার ছেলে কোনো মামলার আসামি নয়, কোনো আওয়ামী লীগ নেতা নয়। আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী একটি পরিবার। তাই আমার ছেলে সম্পূর্ণভাবে বিএনপিতে যোগ দিয়ে দলের পক্ষে কাজ করতে চায়।’

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon