![]()
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার তালতলী উপজেলার ৭ নম্বর সোনাকাটা ইউনিয়নের সোনাকাটা গ্রামের ইকোপার্ক সংলগ্ন সেতুর নির্মাণকাজ দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, ২০২০-২১ অর্থবছরে দক্ষিণা খাল (সোনাকাটা খাল) এর ওপর ৭২ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৭ মিটার প্রস্থের সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়, যার ব্যয় ধরা হয় প্রায় ৬ কোটি ৯৮ লাখ টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশন।
সেতুর উচ্চতা নিয়ে অভিযোগের কারণে মাঝখানের ২৪ মিটার স্প্যান স্থাপন না হওয়ায় কাজ বন্ধ ছিল। তবে স্থানীয়দের মতে, নির্ধারিত উচ্চতায় সেতু নির্মাণ হলে নৌ চলাচলে কোনো সমস্যা হবে না।
এলজিইডি কর্মকর্তারা জানান।
সরেজমিন পরিদর্শন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পর কাজ পুনরায় শুরু করা হয়েছে। সেতু নির্মাণ সম্পন্ন হলে তালতলি উপজেলা৷ সোনাকাটা , বরগুনা জেলা শহর ও আমতলীসহ বরিশাল বিভাগীয় যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে আশা করছেন এলাকাবাসী।



মন্তব্য