শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
 

লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জানুয়ারী ২০২৬

---

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরে তরুণ সংবাদকর্মী তারেক মাহমুদের ওপর মব সৃষ্টি করে হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—কিরন ও শাহীন। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

 

এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার, স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার এবং যমুনা টিভির ক্যামেরা পার্সন হিসেবে কর্মরত। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেক মাহমুদ সহকর্মীদের জানান, তিনি লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ এক অপরিচিত ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই দুটি রিকশাযোগে আরও কয়েকজন এসে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় তার ওপর হামলা চালায়। তিনি ধারণা করছেন, পরিকল্পিতভাবেই হামলাকারীরা তাকে হত্যার চেষ্টা করেছে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি কর্মী কিরন ও ওয়াহিদ এই হামলার নেতৃত্ব দেন। হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত সাংবাদিক তারেক মাহমুদ।

 

এই ঘটনার পর জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

আহত সাংবাদিককে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যান লক্ষ্মীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আ. হ. ম. মোস্তাকুর রহমান। এছাড়া হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon