![]()
![]()
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে মোফাজ্জেল হোসেন ও কুরছিয়া বেগম নামের দুই বৃদ্ধ স্বামী স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা থেকে রেহাই পেতে বাদী ও তার পরিবারের ১০জনকে আসামী করে আদালতে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে আসামীরা। গত শুক্রবার (৮ নভেম্বর) সকাল সারে ৯টায় উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গৃহবধু কুরছিয়া বেগম বাদী হয়ে গত সোমবার ৯জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। মামলা সুত্রে জানাগেছে, উপজেলার মহিষকান্দি গ্রামের কালাম হাওলাদার, হাবিব হাওলাদার ও নুরুল ইসলামের সাথে জমির ভাগ বন্টন নিয়ে বিলোধ চলছে সৎ ভাই মোফাজ্জেল হাওলাদারের। এনিয়ে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় ভাবে শালিস ব্যবস্থা হলেও কোন সমাধান হয়নি। গত শুক্রবার (৮ নভেম্বর) সকালে সীমানা বেরা ভাংচুর ও গাছপালা কেটে ফেলার চেষ্টা করে আসামীরা। বাঁধা দিলে আসামীরা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে এবং দাও দিয়ে কুপিয়ে জখম করে মোফাজ্জেল হোসেন (৭০) ও তার স্ত্রী কুরছিয়া বেগম (৬০) কে । স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করে। গুরুতর আহত কুরছিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মামলার বাদী মামলায় আরো উল্লেখ করেন আসামীরা তার স্বর্নের চেইন ছিনিয়ে নেয় এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে।
মামলার ৯ আসামীর মধ্যে ৭জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পেয়ে আবুল কালাম হাওলাদার বাদী হয়ে গত বুধবার আহত মোফাজ্জেল হোসেন এবং তার স্ত্রী কুরছিয়া বেগমসহ তার পরিবারের ১০জনকে আসামী করে ঘর ভাংচুর ও পিটিয়ে জখমের ঘটনা উল্লেখ করে কোর্টে একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) কে দায়িত্ব দেন। আহত মোফাজ্জেল হোসেন হাওলাদারের পুত্র কোর্টের মামলার আসামী ইদ্রিস হাওলাদার জানান, বসত বাড়ীর জমি নিয়ে সৎ চাচাদের সাথে আমাদের দ্ধন্ধ চলছে। এর জেরে শুক্রবার সকালে আমার বৃদ্ধ পিতা-মাতাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে। এসময় আমরা কেউই বাড়ীতে ছিলাম না। খবর পেয়ে আমরা বাড়ীতে আসি। অথচ আমিসহ আমার ১০জন আত্মীয় স্বজনকে আসামী করে কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করেন আমার সৎ চাচা আবুল কালাম। কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, কুরছিয়া বেগমের দায়ের করা মামলার ৭জন আসামী জামিনে আছেন। বাকি দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।



মন্তব্য