রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
 

জয়পুরহাট-১ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে নজিরবিহীন র‍্যালি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫

---

 নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট-১ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ শহরজুড়ে এক নজিরবিহীন বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই পাঁচবিবি ও জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ জড়ো হতে থাকে। প্রায় পাঁচ শতাধিক রিকশা, ভ্যান ও অটোরিকশায় বহন করা হয় ধানক্ষেতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ছবি সম্বলিত ফেস্টুন—যা ছিলো মনোনয়ন পরিবর্তনের দাবির প্রতীকচিহ্ন।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক—কালাই রোড, চূড়খুড়া মোড়, স্টেশন রোড, পৌরচত্ত্বরসহ গুরুত্বপূর্ণ পথ ঘুরে শহর প্রদক্ষিণ করে। এসময় রাস্তাজুড়ে মানুষের ঢল নামে, যার ফলে কার্যত পুরো জয়পুরহাট শহর কয়েক ঘণ্টা অচল হয়ে পড়ে। দোকানপাট, যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হলেও সর্বস্তরের মানুষ এ বিশাল র‍্যালিকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান।

 ---

অংশগ্রহণকারীরা জানান, পাঁচবিবি-জয়পুরহাট-১ আসনের বর্তমান প্রার্থী পরিবর্তন করে জনগণের কাছে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার দাবিতেই এই নিঃশব্দ কিন্তু শক্তিশালী প্রতিবাদ। বক্তারা বলেন, “আসনটির উন্নয়ন, স্বচ্ছ রাজনীতি এবং জনমতের প্রতিফলনের জন্য প্রার্থী পরিবর্তন আজ সময়ের দাবি।”

এখানে উল্লেখযোগ্য যে, এলাকার সর্বস্তরের মানুষ—আবাল বৃদ্ধ বনিতা, শ্রমজীবী, ব্যবসায়ী, শিক্ষিত-অশিক্ষিত সকল শ্রেণি-পেশার মানুষের কাছে জনাব ফয়সল আলিম ইতোমধ্যেই একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছেন। অনেকেই র‍্যালিতে তার নাম উল্লেখ করে বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে তিনি বেশি উপযুক্ত ও বিশ্বাসযোগ্য।

র‍্যালির অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন এবং মনোনয়ন পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন। দিনশেষে পুরো শহরে এই র‍্যালির আলোচনা ছিল মুখ্য বিষয়, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon