![]()
এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে দুয়ারিয়া ইউনিয়নে ধানাইদহপাড়া গ্রামে দীর্ঘদিন যাবত আনিসুর রহমান বাচ্চু নামে এক যুবলীগ নেতার অবৈধ ইটভাটা পরিচালিত হয়ে আসছে। সাবেক মালিক হিসেবে ভাটার পূর্বনাম বিএসবি, আনিসুর রহমান বাচ্চু ভাটা লিজ দেয়ায়, বর্তমান মালিক মোঃ অলিউল্লাহ্ এমএসএস নামের ইটভাটা নাম পরিচালিত হচ্ছে বলে অভিযোগে আছে,
একটি ঘনবসতি এলাকা ও পরেবেশ সংবেদনশীল স্থানে,যেখানে ইট ভাটা স্থাপন আইনত নিষিদ্ধ। আইন অনুসারে ইটভাটা পরিচালনার জন্যে প্রয়োজন বৈধ লাইসেন্স, পরিবেশ সুরক্ষার কঠোর নিয়ম কানুন মানা, নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা এবং জনজীবনে বিরুপ প্রভাব কমানো। কিন্তু এই ইট ভাটা পুরোপুরি এসব নিয়ম কানুন উপেক্ষা করছে। বর্তমানে এর কোনও বৈধ লাইসেন্স নেই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্বে অন্তত চারবার অভিযান চালিয়ে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়।তবুও মালিক পুনরায় অবৈধভাবে চালু করছে। ইটভাটার পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়,মসজিদ, ও মাদ্রাসা যেখানে শত শত শিশু শিক্ষা লাভ করে,
ইটভাটার কারনে সৃষ্ট ধোয়া ও ধুলিকনা তাদের শারীরিক সাস্থ্যের জন্যে মারাত্মক হুমকি স্বরুপ।এছাড়াও আশেপাশে গাছপালা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা এলাকার প্রাকৃতিক ভারসাম্য ও কৃষিপ্রধান জীবিকা বিনষ্ট করছে।
১৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে বিএসবি /এমএসএস অবৈধ ইটভাটা স্থায়ী বন্ধ করার জন্যে আবেদন করেছে, ভাটা বন্ধে পরিবেশে অধিদপ্তরে ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছে৷
অভিযোগ সূত্রে জানা যায়, দুয়ারিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাচ্চু ও ওলিউল্লাহ ভাটার নাম চেঞ্জ করে রাখে এমএসএস, উপজেলার ধানাইদহপাড়া গ্রামে জনবসতি ও স্কুলের পাশে বিএসবি ও নামে একটি অবৈধ ভাটা দলীয় প্রভাব খাটিয়ে কয়েক বছর আগে থেকে পরিচালনা করে আসছে। এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। ভাটায় জ্বালানি হিসেবে গাছ পোড়ানোয় উজার হচ্ছে গাছপালা। জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, মাটি কাটার ফলে কমছে ফসলি জমি। অধিক ভারবহনকারী গাড়ি চলাচলের কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা। ফলে দুর্ভোগে পড়েছে গ্রামবাসী।
এ ঘটনার জেরে গত বছর সেনাবাহিনী গিয়ে ভাটা বন্ধের নির্দেশ দিলেও ভাটা মালিক তা বন্ধ করেনি। সেনাবাহিনী চলে যাওয়ার পর তারা পুনরায় ভাটা চালু করেছে। পরিবেশ দূষণকারী এসব ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে বিএসবি ভাটার মালিক আনিসুর রহমান বাচ্চুর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে নাটোর পরিবেশ অধিদপ্তর বলেন, আমরা অভিযোগ পেয়েছি, ভাটার কার্যক্রম বন্ধ রাখতে নোটিশ পাঠানো হয়েছে।তারপরও যদি বন্ধ না রাখে তাহলে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুলহাস হোসেন সৌরভ বলেন, অভিযোগ পেয়েছি আইনী বিধি মোতাবেক লালপুরে যতগুলো অবৈধ ইটভাটা রয়েছে সব গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য