![]()
মো:মুন্না শেখ, শরনখোলা (বাগেরহাট)
বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃহস্পতিবার বিকেলে তাফালবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” নিয়ে আলোচনা ও জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট–৩ (মোংলা–রামপাল–শরণখোলা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. এ.বি.এম. ওবায়দুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল আলম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না। তারা আরও বলেন, দেশের নতুন ভবিষ্যৎ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই—তার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে।
এ সময় উপস্থিত সবার মাঝে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।



মন্তব্য