কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
ব্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অধীনে কাউখালী অফিসের উদ্যোগে ১৮ বছর পূর্ণ হওয়া স্বপ্ন সারথি দলের কিশোরীদের নিয়ে গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পিরোজপুরের সমন্বক মোঃ হাসিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত স্বপ্ন সারথিদের মধ্যে অনেকেই সামাজিক ও আইনি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন।
পার করেছি ১৮ পেরিয়ে যাব পাহারও এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ বছর বয়সী স্বপ্ন সারথি কিশোরীদের সমাবর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে গ্রাজুয়েশন ঘোষণা করে স্বপ্ন সারথি কিশোরীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরীদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ সম্পর্কে নতুন আশা জাগ্রত হবে।এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল যেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনাল ম্যানেজার বিভাস তরফদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক নিত্যানন্দ শীল,
সিনিয়র অফিসার এইচ আর ডি শেখ শওকত জামিল অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মিঠুন দত্ত অফিসার সেলফ।
মন্তব্য