কলাপাড়া প্রতিনিধি
বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে বেশ জনপ্রিয় ওয়ালটন পণ্য, এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় ওয়ালটন পণ্য প্রদর্শন ও কিস্তি মেলা শুরু হয়েছে। ১৫ অক্টোবর সকাল থেকে দুই দিনব্যাপী ওয়ালটন প্লাজায় এ মেলার আয়োজন করা হয়েছে। কলাপাড়া ওয়ালটন প্লাজা কুমারপট্টী এলাকায় অবস্থিত।
ওয়ালটন প্লাজা সুত্রে জানাযায়, দেশীয় ব্র্যান্ড ওয়ালটন দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত কিস্তি সুবিধা, মেলায় রয়েছে নগদ মূল্যের ওপর বিশেষ মূল্য ছাড়। এছাড়া ন্যূনতম ২০% ডাউন প্রেমেন্টের মাধ্যমে কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা রয়েছে। এর ফলে সহজ কিস্তিতে সর্বাধুনিক মডেলের, ওয়ালটন ফ্রিজ, এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং হোম এন্ড কিচেন অ্যাপ্লায়েন্স ছাড়াও রয়েছে এই শীতের জন্য গ্রিজার, কম্পিউটার ল্যাপটপ এবং কম্পিউটার এক্সেসরিজ, মোবাইল, ই- বাইক, মাইক্রোওয়েভ, ওভেন সহ অনেক প্রোডাক্ট। সম্প্রতি ৬৫ ইঞ্চি সাইজের স্মার্ট এলইডি টিভিও রয়েছে। এছাড়াও আপনার পছন্দের শতাধিক ইলেকট্রিক পন্য পাচ্ছেন।
কলাপাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার মো.রেজাউল ইসলাম জানান, আমাদের ওয়ালটন প্লাজায় আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার একটি মেলার আয়োজন করেছি। এখামে আপনি আপনার পছন্দের ইলেকট্রিনিক্স পণ্যগুলো ক্রয় করতে পারবেন। এই সুযোগ শুধু কলাপাড়া উপজেলা বাসির জন্য প্রযোজ্য। ওয়ালটন প্লাজার পক্ষ থেকে, আপনাদের সেবায় আমরা নিয়োজিত।
মন্তব্য