মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক দলিল লেখক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল হান্নান (৫৬)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের সেনগ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দলিল লেখক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পাংশা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রয়োজনীয় কাজে আব্দুল হান্নান রাজবাড়ী জেলা রেজিস্ট্রার অফিসে যান। কাজ শেষে দুপুরে পাংশায় ফেরার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় জেলা রেজিস্ট্রার অফিসের সামনে রাস্তা পার হওয়ার মুহূর্তে গোয়ালন্দমুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের নার্সিং ইনচার্জ রওশন আরা বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাইক্রোবাসটির চালক ও গাড়িটি শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।”
স্থানীয়দের মতে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় গতিসীমা না মানা এবং রাস্তার দুপাশে পর্যাপ্ত গতিরোধক না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্তব্য