সোমবার, ২৫ আগস্ট ২০২৫
 

কাউখালীতে দক্ষিণ অঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী যুবরাজকে গ্রেফতার করেছে পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫

---

কাউখালী (পিরোজপুর )প্রতিনিধি

দক্ষিণ অঞ্চলের  কুখ্যাত মাদক ব্যবসায়ী  যুবরাজ (২৭)কে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।  যুবরাজ পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলার কুখ্যাত ডাকাত সিকান্দার আলী খানের ছেলে।একসময় সেকান্দার আলী দক্ষিণ অঞ্চলের আন্ত  ডাকাত দলের সরদার হিসাবে এই অঞ্চলকে মানুষের ঘুম কেড়ে নিয়েছিল। পরে তৎকালীন শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান এর নেতৃত্বে জনতা তার চক্ষু উপরে দিয়েছিল। এর কিছুদিন পরেই তার স্ত্রী মাসুমা আক্তার এবং ছেলে যুবরাজ অপরাধ জগতে  প্রবেশ করে। যুবরাজ কাউখালী, ভান্ডারিয়া ও রাজাপুর উপজেলার তৃণমূলের উঠতি বয়সের ছেলে মেয়েদের হাতে তার তৈরি করা একটি সিন্ডিকেটের মাধ্যমে মাদক দিয়ে প্রথমে তাদের আসক্ত করেন। এই সমস্ত ছেলেমেয়েরা মাদকাসক্ত হলে পরে তাদের কাছে মাদক বিক্রি করেন এবং তাদেরকে দিয়ে মাদক বিক্রি করিয়ে  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দেন যুবরাজ।

আর মাদক খেতে টাকার জন্য উঠতি বয়সের ছেলেরা পরিবারে সন্ত্রাস ও অপরাধমূলক আচরণ করে। টাকা জোগাড় করতে না পারলে এরা চুরি ডাকাতি বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে।  নাম প্রকাশ না করার শর্তে  জানিয়েছে এলাকাবাসি । যুবরাজ সম্পর্কে বারবার থানা পুলিশের কাছে সাধারণ মানুষের অভিযোগ আশায় কাউখালী থানা অফিসার ইনচার্জ সোলায়মান হোসেনের নেতৃত্বে একটি পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনা মাফিক কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল

শনিবার রাতে  একটি জটিকা অভিযান চালিয়ে

যুবরাজের আস্তানায় হানা দেয়। এ সময় কুখ্যাত মাদক সম্রাট যুবরাজ পুলিশের জালে সাথে থাকা ২০ পিস ইয়াবাসহ ধরা পড়ে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, মাদক সম্রাট যুবরাজ খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে কাউখালী থানায় ৬/৭  টি মামলা আছে। মাদক আইনে  মামলা রুযু করে  পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon