সোমবার, ২৫ আগস্ট ২০২৫
 

বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে প্রধান শিক্ষকের ধান চাষ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫

---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
দুরন্ত শিশুদের প্রাণচাঞ্চল্যে দিনভর মুখর থাকতো স্কুলের মাঠটি।  বিদ্যালয়ের সেই  মাঠ দখল করে  ধান চাষের অভিযোগ  প্রধান শিক্ষকের বিরুদ্ধে ।

সরেজমিনে গিয়ে জানাযায় ঐ স্কুলের প্রদান শিক্ষকের নির্দেশে  জমিদাতা পরিবারের সদস্য  মোসলেম নামে এক কৃষক বীজতলা করেন ।

এ ঘটনা ঘটে  পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৭২নং উঃ পঃ জালিয়াঘাটা সরকারি প্রাধমিক বিদ্যালয়।
খবরের সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিন ঘটনার প্রমাণ পাওয়া যায় ।

স্কুলের ছাত্র-ছাত্রীরা বলেছেন, আমরা আগে স্কুলের মাঠে খেলাধুলা করতাম গত এক মাস ধরে স্কুলের মাঠ ধানের বীজ করার কারণে খেলাধুলা করতে পারিনা।
ওই এলাকার একাধিক সূত্র জানায়, জুলাই মাসে টানা বর্ষণ হয় এতে করে এলাকায় কৃষিজমিতে আমন ধান রোপণে জন্য বীজতলা পানির নিচে তলিয়ে যায়। বিদ্যালয়ের খোলা মাঠ থাকায় আমন ধানের বীজতলা করায় কী এমন ক্ষতি হয়েছে। আবার অনেকে বলেন, বিদ্যালয়ের মাঠ দখল করে বীজতলা তৈরি করাটা ঠিক হয়নি।
এতে  বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম। শিশু - শিক্ষার্থীদের খেলাধুলা থেকে বঞ্চিত

এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে সাংবাদিকরা জানতে চাইলে প্রধান শিক্ষক খাইরুল আলম সাংবাদিকের সাথে অসহ্যমূলক আচরণ করে সাংবাদিককে ধাক্কা দেয় এবং লোগো ও ক্যামেরায় হাত দেয় পড়ে অফিস রুমের দরজা বন্ধ করে রাখেন।

এ বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস বলেন, বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তবে সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ করা দুঃখজনক।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরেছি।  বিদ্যালয়ের মাঠে খেলাধুলার পরিবেশে ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।  সাংবাদিকে হেনাস্থা  ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon