শনিবার, ১৯ জুলাই ২০২৫
 

বেরোবি ক্যাম্পাসে ‘জয় বাংলা’ লেখার ঘটনায় তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫

---

বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগান লিখে দেওয়ার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন আর রশিদ।

তিনি জানান, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইলিয়াছ প্রামানিক এবং সদস্যসচিব হিসেবে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুব।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—প্রক্টর ও ইইই বিভাগের অধ্যাপক ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা এবং আইসিটি সেলের ইঞ্জিনিয়ার বেলাল হোসেন। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, লাইব্রেরি, যাত্রী ছাউনি ও অন্যান্য স্থানে দেয়ালে লাল ও কালো রঙে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ফিরবে’ ইত্যাদি স্লোগান লেখা হয়। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়।

এ ঘটনায় বুধবার (১৬ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। একই রাতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিলও হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon