কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৬ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার আমরাজুরী ইউনিয়নের সোনাকুর গ্রামের রমেশ চন্দ্র মাঝির ছেলে রনজিৎ চন্দ্র মাঝি (৪৯)কে বসতবাড়ির নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।রনজিৎ চন্দ্র মাঝির বিরুদ্ধে কাউখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করিয়া এলাকার যুবসমাজ ও স্কুল কলেজগামী ছেলেদের বিপথগামী করা সহ এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
মন্তব্য