মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং একই পরিবারের চারজনসহ মোট সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে গোয়ালন্দ ফিড মিলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ড্রাম ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আহত হন ইজিবাইকের যাত্রীরা।
নিহত নারীর নাম জেয়াসমিন আক্তার (৩৫)। তিনি ফরিদপুর জেলার ইশান গোপালপুর ইউনিয়নের অম্বিকাপুর জালিয়াডাঙ্গা এলাকার দুলাল শেখের স্ত্রী।
আহতরা হলেন নিহতের স্বামী দুলাল শেখ (৪০), সন্তান রিহাদ (৭), সানজিদা (১২), এক মাস বয়সী শিশু আবু রেহান এবং ইজিবাইক চালক মো. জনি সরদার (৩১), ফেরদৌস (৫৫) ও টিপু মোল্লা (৩০)। গুরুতর আহত ইজিবাইক চালক জনিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি টিম। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, আহতদের দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জেয়াসমিন আক্তার মারা যান।
ঘটনার বিষয়ে আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়া ঘাটমুখী একটি ড্রামট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-১৪১৫) ও বিপরীতমুখী ইজিবাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
ড্রামট্রাকচালক মো. জাহিদ মণ্ডলকে আটক করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ইন্দ্রনারায়ণপুর গ্রামের সামাদ মণ্ডলের ছেলে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য