বাহাউদ্দীন তালুকদার :
রাজবাড়ী জেলার পাংশা থানাধীন কসবামাজাইলের কেওয়াগ্রাম খেয়া ঘাটে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল জব্বার মন্ডল (৫০) এর উপর অতর্কিত হামলা হয়েছে। তিনি পাংশা উপজেলার সুবর্ণকোলা গ্রামের মৃত সাহেব আলী মন্ডলের ছেলে। পেশায় কলা ব্যবসায়ী।
গত শুক্রবার (২৭ জুন ২৫) বিকাল ৪ টায় পাংশা উপজেলার কেওয়াগ্রামের খেয়া ঘাটে আব্দুল জব্বার মন্ডল (৫০) মটর সাইকেল হিরো হোন্ডা নিয়ে পৌছান মাত্রই ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, ছালামত মন্ডল বাদী হয়ে পাংশা থানায় ৯ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ১। আকামত খাঁর ছেলে কাজল খাঁ (৪০), ২। মৃত জসিম খাঁর ছেলে সাদ খাঁ (৩০), ৩। আতর খাঁর ছেলে সুবাহান খাঁ (৪৭), ৪। কাজল খাঁর ছেলে হৃদয় খাঁ (১৯), ৫। মংলা মন্ডলের ছেলে রিয়াজ মন্ডল (৪৫), ৬। আকামত খাঁর ছেলে হেলাল খাঁ (৩২), ৭। মৃত ছানারুদ্দিন মন্ডলের ছেলে শিমুল হোসেন ওরফে শিশু (৪৫), ৮। মৃত নুতাই জৰ্দ্দারের ছেলে আসলাম জর্দ্দার (৫০), ৯। আকাই মন্ডলের ছেলে শরিফ মন্ডল (৩৮), সর্ব থানা পাংশা, জেলাঃ রাজবাড়ী সহ অজ্ঞাত নামা ১০/১২ জন। বাদীর পরিবারের সহিত আসামীগনের পূর্ব হইতে জমাজমি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া গত ইং ২৭/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪:৩০ ঘটিকার সময় পাংশা থানাধীন কসবামাজাইল ইউনিয়নস্থ কেওয়াগ্রাম সাকিনের খেওয়াঘাটে বাদী আপন ভাই আব্দুল জব্বার মন্ডল (৫০) তাহার মটর সাইকেল নিয়ে পৌছানো মাত্রই পূর্ব হতে ওৎ পেতে থাকা উল্লেখিত আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্রশস্ত্র লোহার রড, চাইনিজ কুড়াল, দা, ছ্যান দা, সাবল, রামদা, কাঠের বাটাম ও হকিস্টিক নিয়ে বাদীর ভাই আঃ জব্বার মন্ডল (৫০) কে ঘিরিয়া ধরে। ঐ সময় ০১ নং আসামী কাজল খাঁ এর হুকুমে সকল আসামীগন বাদীর ভাই আঃ জব্বার মন্ডলকে লক্ষ্য করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বাদীর ভাই আঃ জব্বার মন্ডল (৫০) গালিগালাজ করিতে নিষেধ করিলে ০১নং আসামী কাজল খাঁ এর হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ভাই আঃ জব্বার মন্ডল এর মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ বাদীর ভাই আঃ জব্বার মন্ডল এর মাথার তালুর বাম পাশে লাগিয়া মাথার হাড়কাটা গুরুত্বর রক্তাক্ত জখম হয়। ২নং আসামী সাদ খাঁ তাহার হাতে থাকা ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ভাই আঃ জব্বার মন্ডলের মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ বাদীর ভাইয়ের মাথার ডান পাশে লাগিয়া হাড়কাটা গুরুত্বর রক্তাক্ত জখম হয়। ৩নং আসামী সোবহান খাঁ বাদীর ভাই আঃ জব্বার মন্ডলের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নগদ ৭০,৩০০/- (সত্তর হাজার তিনশত) টাকা ও ১টি সিম্ফনি মোবাইল যাহার মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা নিয়ে যায়। বাদীর ভাই আঃ জব্বার মন্ডল মাটিতে পরিয়া থাকা অবস্থায় সকল আসামী বাদীর ভাইকে হত্যার উদ্দেশ্যে তাহাদের হাতে থাকা কাঠের বাটাম, লোহার রড, বাঁশের লাঠি দিয়া শরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া যন্ত্রনাদায়ক ফুলা জখম করে। ৪ ও ৯নং আসামীদ্বয় বাদীর ভাইয়ের মোটর সাইকেল ভাংচুর করিয়া অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকার ক্ষতি সাধন করে। বাদীর ভাই আঃ জব্বার মন্ডল এর ডাকচিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে ফের পাইলে খুন জখম করিবে বলিয়া আসামীগন হুমকি দিয়ে চলিয়া যায়। বাদী সংবাদ পাইয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় বাদীর ভাই আঃজব্বার মন্ডলকে উদ্ধার করিয়া পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করি।
পাংশা থানার এস আই সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি।
পাংশা থানার ওসি তদন্ত মো: আব্দুল গণি বলেন, মামলা এখনো হয়নি। প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য