বুধবার, ২ জুলাই ২০২৫
 

পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করায় কাউখালীতে যুবদলের আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ জুলাই ২০২৫

---


কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করায় কাউখালী উপজেলা যুবদল মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে দশটায় উত্তর বাজারের দলীয় কার্যালয় থেকে

জেলা যুবদলের   আহবায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ সহ কমিটিতে থাকা সকল  নেতৃবৃন্দকে স্বাগত-শুভেচ্ছা জানায়। সেই সাথে  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন কাউখালী যুবদলের নেতৃবৃন্দ। এ উপলক্ষে উপজেলা যুবদলের নেতৃত্বে একটি শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি  উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজার শহীদ মিনার এসে পথসভায় মিলিত হয়ে বক্তব্য রাখেন  , উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব সারিফুল আজম সোহেল, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন প্রমূখ ।


 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon