মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে পৌরসভার নির্ধারিত কর পরিশোধ না করায় ক্রোকী পরোয়ানা নোটিশ পেয়েছেন গোয়ালন্দ পৌর ৪ নং ওয়ার্ড জুড়ান মোল্লা পাড়া নিবাসী গোয়ালন্দ বাজার প্রধান সড়কে অবস্থিত আওয়াল টাওয়ারের স্বত্বাধিকারী এম. এ আউয়াল নামের একজন।
পৌর প্রশাসক কর্তৃক নোটিশ ও হুলিয়া জারীর মাধ্যমে জানা যায়, আওয়াল টাওয়ারের মালিক এম. এ আউয়াল কয়েক বছর পৌর কর না দিয়ে আসছিলেন। পৌরসভার পক্ষ হতে তাকে বারবার নোটিশ করা স্বত্তেও তিনি তাতে কোনো কর্ণপাত করছিলেন না।
সরেজমিনে সোমবার(২৩ জুন )সকালে গোয়ালন্দ বাজার আউয়াল টাওয়ারের সামনে গিয়ে দেখা যায়, পৌরসভার প্রশাসক মোঃ নাহিদুর রহমানের নির্দেশনায় পৌর কর্তৃপক্ষ হ্যান্ড মাইক, বাদ্যযন্ত্র নিয়ে ঢাক ঢোল পিটিয়ে পৌর বিধিমালা অনুযায়ী ক্রোকী পরোয়ানা নোটিশ জারি করছেন এবং তাকে আগামী ২৬ জুনের মধ্যে পৌর করের ১ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা পরিশোধ করার ঘোষণা দিচ্ছেন।
এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দ পৌরসভার হোল্ডিং নং ২৬৩ এর মালিকের ২০২২-২৩ হতে ২০২৪-২৫ অর্থ বছরের পৌর কর বকেয়া রয়েছে। তিনি আরও বলেন, বকেয়া পরিশোধের জন্য তাকে একের অধিকবার নোটিশ করার পরেও তিনি পরিশোধ করেননি। এজন্য তাকে আগামী ২৬ জুন বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করতে নোটিশ করা হয়েছে। অন্যথায় তার অস্থাবর সম্পদ ক্রোক করা হবে।
মন্তব্য