জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী পর্ষদের সভাপতি হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৯তম আবর্তনের ইয়াসির মোহাম্মদ আমিন, সাধারণ সম্পাদক নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৯তম আবর্তনের মিরাজ বিশ্বাস।
৯ মে সংগঠনটির দপ্তর সম্পাদক প্রজ্ঞা রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন লোকপ্রশাসন বিভাগের ৪৯তম আবর্তনের মেহনাজ বিনতে রহমান, সাংগঠনিক সম্পাদক অর্থনীতি ৫০তম আবর্তনের জুবায়ের ইসলাম জয়, কোষাধ্যক্ষ যৌথভাবে রিদওয়ান রাব্বি আহমেদ ও আলিফ হাসান।
এই উপলক্ষে নবনির্বাচিত সভাপতি ইয়াসির মোহাম্মদ আমিন বলেন, “আমাদের উপর অর্পিত এই দায়িত্ব ও বিশ্বাস, আমাদের জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। জাডসের সফলতা ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে, জাডসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।” সাধারণ সম্পাদক মিরাজ বিশ্বাস যোগ করেন, “জেইউডিএস দীর্ঘদিন ধরে বিতর্ক ও আয়োজনে উৎকর্ষতার গোল্ড স্ট্যান্ডার্ড স্থাপন করে এসেছে এবং আগামী দিনগুলোতেও একই গৌরব নিয়ে নেতৃত্ব দিয়ে যাবে।
বিদায়ী সভাপতি মীর হাসিবুল হাসান রিশাদ ও সাধারণ সম্পাদক মোঃ শামস আরিফিন সৌরভ নতুন কমিটিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, “নতুন নির্বাহী কমিটি জাডসের গৌরবময় ঐতিহ্য অগ্রাহ্য না রেখে গঠনমূলক বিতর্ক ও কর্মসূচি আয়োজন করে ক্যাম্পাসে যুক্তি-ভিত্তিক পরিবেশ উদ্বুদ্ধ করবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলবে।”
মন্তব্য