বিশেষ প্রতিবেদক,
সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা শহরের ১শ’টি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব পরিবেশ দিবস পালন করছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক, প্রবন্ধ ও শ্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যানারে সজ্জিত করা হযেছে।
আজ বিশ্ব পরিবেশ দিবস। এ বছর বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।
দিবসটি উপলক্ষ্যে ট্রাফিক ওয়ারী টিম র্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে ওয়ারী বিভাগের ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার আশরাফ ইমামের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালী টি জয় কালী মন্দির থেকে বের হয়ে হাটখোলা এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ হুইপ সানজিদা খানম। এডিসি (ট্রাফিক ওয়ারী) সুলতানা ইশরাত জাহান।
অনুষ্ঠানের শেষে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে অত্র এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে বৃক্ষ রোপন করা হয়।
এ সময় ট্রাফিক ওয়ারী বিভাগের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য