শুক্রবার, ৪ জুলাই ২০২৫
 

ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ধাক্কায় প্রান গেল চার বছরের শিশুর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ জুন ২০২৪

---

মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে ব্যাটারিচালিত অটোবাইকের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (২ জুন) দুপুরে সদর উপজেলার ভূল্লী থানার ভূল্লী-পাঁচপীর সড়কের সিংগিয়া কলোনীপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন সিংগিয়া কলোনীপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে নিজ বাড়ির থেকে পাশ্বের বাড়ীতে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলো মামুন । এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটি আটক করে থানায় আনা হয়েছে। ইজিবাইকটি ধাক্কায় শিশুর মৃত্যু ঘটনাটি মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon