মাহবুবুর রহমান জিসান
জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর
রায়পুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমান মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী জনতা আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার (২১ অক্টোবর) লক্ষ্মীপুরের ‘রায়পুর সরকারি মারসেন্টর্স একাডেমি’র মাঠে জনসভার আয়োজন করেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন।
যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এ সময় তিনি বলেন ‘দেশের জনগন আওয়ামী লীগের পক্ষে, উন্নয়নের পক্ষে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগে সরকার বিগত বছরে যা উন্নয়ন করেছে তা অতিতে কোন সরকার করতে পারেনি।
তিনি আরও বলেন ‘ দেশের জনগণের সমর্থনই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি, এদেশের জনগণ আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতা আনবে’
জনসভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর - ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এডভোকেট নূর উদ্দিন চৌধুরি নয়ন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বহু নেতাকর্মী।
মন্তব্য