শনিবার, ২৪ মে ২০২৫
 

অসুস্থ আব্দুল হান্নান মাস্টারের চিকিৎসার খোঁজ নিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩

---
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও নামোশংকর বাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আলহাজ্ব আব্দুল হান্নান (মাস্টার) বেশকিছু দিন থেকে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন, গতকাল সোমবার (২৮ আগস্ট) শাসকষ্ট জনিত সমস্যা হলে জেলা আধুনিক সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয় । বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে তাঁর অসুস্থতার কথা জানতে পেরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলার প্রবীণ ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন হাসপাতালে গিয়ে উনার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে চিকিৎসার বিষয়ে কথা বলেন।

প্রবীন এই ক্রীড়া সংগঠক দ্রুত সুস্থ হয়ে আবারও ক্রীড়াঙ্গন ফিরে আসবেন একামনা করেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon