শনিবার, ২৪ মে ২০২৫
 

সিদ্ধিরগঞ্জে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩

---
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ভূমি পল্লী এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জুনায়েদ হাসান (২৫) নামের ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। ২৭ (আগস্ট) রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ৮নং গলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ হাসান একই এলাকার সাইফুল মঞ্জিলের ভাড়াটিয়া এস এম ইদ্রিসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক মানসিক রোগের কারণে দীর্ঘদিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার ভূমিপল্লি এলাকার ইসমাইল করিমের মালিকাধীন ১০ তলা ভবনের ৮ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা এলাকাবাসী পুলিশকে ফোন দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলো। সে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। আমাদের থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত (ওসি) গোলাম মোস্তফা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon