ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ফয়সাল খান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার শ্যামপুরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফয়সাল পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার বিএস ডাংগি গ্রামের আলমগীর খানের ছেলে ও স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে সদরপুরের জয়বাংলা বাজার থেকে দুধ কিনে ফিরছিল ফয়সাল ও সাব্বির। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুইজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
মন্তব্য