শনিবার, ২৪ মে ২০২৫
 

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জনতা ব্যাংক স্টাফ কলেজের শ্রদ্ধা

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩

---
রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি : জনতা ব্যাংক, ঢাকা স্টাফ কলেজের এজিএম মির্জা তারেক আহমেদের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ম্যানেজার’স ইনডাকশন কোর্স (ব্যাচ-২) এর সদস্যরা।

শুক্রবার দুপুরে তারা টুঙ্গিপাড়া পৌঁছে জনতা ব্যাংক স্টাফ কলেজের কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় এসপিও মোঃ এনামুল হক,জনতা ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক নয়ন কান্তি বালাসহ অন্যান্য শাখার ব্যবস্থাপকগন উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon