শনিবার, ২৪ মে ২০২৫
 

আর্থিক সংকটে পড়ালেখায় অনিশ্চয়তা এখন অতীত : অধ্যক্ষ

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩

---

মাহবুবুর রহমান জিসান, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : গরিব মেধাবী (এইচএসসি বিদায়ী) শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কোচিং সহ সকল প্রকার খরচ কলেজের পক্ষ দেয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার আব্দুল হক মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ জনাব খান আল মামুন।

১০ আগস্ট (বৃহস্পতিবার) সকালে অনুষ্ঠিত ডা: আব্দুল হক মেমোরিয়াল কলেজের ২০২৩ ইং সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে শিক্ষার্থীদের এমন প্রতিশ্রুতি দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এসময় অধ্যক্ষ আরও বলেন শিক্ষাকে সহজলভ্য করতে আমরা বদ্ধপরিকর, কলেজে অধ্যায়নরত গরিব,মেধাবী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠদানের পাশাপাশি তাদের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে উচ্চ শিক্ষা অর্জনের জন্য আমাদের এই সিদ্ধান্ত। এ সময় তিনি বিদায়ী ও বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সকালে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ‘মোহাম্মদ শাহিন আলমে’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাস্টার আলতাফ হোসেন হাওলাদার (বিএসসি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দারগঞ্জ রোকেয়া হাসমতন্নেছা বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাকির হোসেন সহ আর অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় শিক্ষকদের পক্ষ থেকে বাংলা বিভাগের প্রভাষক তাজুল ইসলাম ও ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ নাজমুল হোসেন ভুঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। সর্বশেষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের আরবি বিভাগের প্রভাষক হযরত মাওলানা মোঃ আনোয়ার হোসেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon