সোমবার, ২৬ মে ২০২৫
 

গলাচিপায় বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৯ ফেব্রুয়ারী ২০২৩

---
মুনতাসির তাসরিপ, স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৩ তম সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারী) উপজেলার চরকাজল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাকজমকভাবে পালিত হয় এ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের আয়োজন করে চরকাজল মাধ্যমিক বিদ্যালয় ও চর কাজল পুরান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়। এসময় বক্তৃতা, কবিতা আবৃত্তি, কোরআন তিলাওয়াত, হামদ ও নাদ, গান ও নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ,উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, চরকাজল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon