সোমবার, ২৬ মে ২০২৫
 

ফরিদপুরে মাতৃহীন বাক ও শ্রবণ প্রতিবন্ধী যুবক শাকিব লিভার সমস্যা নিয়ে হাসপাতালে

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৭ ফেব্রুয়ারী ২০২৩

---

ফরিদপুর প্রতিনিধি-
বাক ও শ্রবণ প্রতিবন্ধী ২০ বছরের যুবক শাকিব বেপারি দীর্ঘদিন ধরে লিভার সমস্যা জনিত রোগে ভুগছে। অর্থের অভাবে উপযুক্ত চিকিৎসা না পেয়ে শারীরিক পরিস্থিতি ক্রমেই অবনতি লক্ষ্য করা যাচ্ছে।

ফরিদপুর, সদরপুরের পূর্ব শ্যামপুর গ্রামের ইদ্রিস বেপারির পুত্র শাকিব । দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে শাকিব দ্বিতীয়। পেশায় ইদ্রিস একজন অটোরিকশা চালক।

২ বছর পূর্বে স্ত্রী রোকেয়া বেগম দুরারোগ্য এক ব্যাধিতে মারা যান। তারও কিছুদিন আগে ১৬ বছরের কিশোরী মেয়ে শাবানা আগুনে পুড়ে মারা যায়।
তাইতো প্রিয় সন্তান ও স্ত্রীকে হারিয়ে ইদ্রিস অনেকটা দিশেহারা হয়ে যান।
অন্যদিকে মা’কে হারিয়ে প্রতিবন্ধী যুবকটিও অসহায় হয়ে পড়ে।

মায়ের মৃত্যুর পর পরিবারে শাকিবকে দেখভালের তেমন কেউ না থাকায় তার খাওয়া-পরা ও জীবন ধারণের বেশ অসঙ্গতি দেখা দেয়। যেখানে অভাবের সংসারে দুবেলা পেট ভরে খাওয়াটাই ছিলো তার বিলাসিতা। তাইতো অধিকাংশ ক্ষেত্রে খাবার জোগান হতো অন্যের বাড়িতে কাজ করে দেওয়ার বদৌলতে।

জীর্ণশীর্ণ শরীরে এই মানুষটিকে যখন যে যা বলতো তাই সে করে দেওয়ার জোর চেষ্টা করতো।
কিছুদিন পূর্বে শাকিবের লিভার সমস্যা ধরা পড়ে। গরীব পিতার অর্থ সংকটের কারনে তার চিকিৎসা করানো সম্ভব হয়ে উঠেনি। এভাবে শারীরিক পরিস্থিতি অনেকটা অসুস্থ হয়ে পড়লে তাকে
২০ জানুয়ারি চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতে অবস্থা অবনতি হলে ১লা ফেব্রুয়ারী উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
ডাক্তার জাহিদ হাসান হিমেল জানান, “শাকিবের লিভার সমস্যা প্রকোট আকার ধারণ করায় জরুরি ভিত্তিতে তার অপারেশন করতে হবে । আর এই অপারেশনের জন্য বেশ কিছু টাকার প্রয়োজন।”

এদিকে শাকিবের অসহায় পিতার পক্ষে চিকিৎসার টাকা জোগাড় করা সম্ভব হচ্ছেনা। তাইতো সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার জোর দাবি করেন সচেতন এলাকাবাসী।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon