মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
 

সাভারে ইয়াবাসহ গ্রেফতার ২ মাদকব্যবসায়ী

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২

 ছবি: দৈনিক যুগের কণ্ঠস্বর

সাভারের আমিন বাজারে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা।

আজ বুধবার (২৪ আগস্ট) সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হল- শেরপুর জেলার নকলা থানার রামপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে কাউসার (২৮) ও সাভারের আমিন বাজার বেগুনবাড়ী টেক এলাকার ইসমাইল হোসেনের ছেলে শরীফুল ইসলাম (২৪)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাভারের আমিন বাজার এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের চিশতিয়া পাম্পের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২১ হাজার ৯০০ টাকা।

এ ব্যাপারে আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তল্লাশী করে ৭৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আব্দুল কাইয়ুম,সাভার(ঢাকা) 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon