বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
 

পাথরঘাটায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও রোকেয়া দিবস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫

---
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধনের পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

পাথরঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ। সঞ্চালনা করেন পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি সোহাগ বাদশা, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, জাতীয় নাগরিক পার্টির সভাপতি আব্দুল কাইয়ুম সোহাগ ও স্বেচ্ছাসেবী মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান বলেন, সমাজের অসঙ্গতিগুলোও এক ধরনের দুর্নীতি। মজুদদারি, কালোবাজারি, সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করাও দুর্নীতির অন্তর্ভুক্ত। ব্যক্তিগত জীবনে সততা ও নৈতিকতা ধরে রাখতে পারলে দুর্নীতি রোধ সম্ভব। জনসচেতনতা যত বাড়বে, দুর্নীতি তত কমে আসবে।

বক্তারা বলেন, দুর্নীতি রাষ্ট্রের অগ্রগতিতে সবচেয়ে বড় বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। গণসচেতনতা, নৈতিকতার চর্চা ও স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমেই দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম রোকেয়া শুধু সাহিত্যিক বা সমাজসংস্কারক নন; তিনি উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত। নারীর শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে তার আদর্শ অনুসরণ জরুরি।”

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নারী সংগঠন ও পেশাজীবী নারীরা অংশ নেন। রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন স্তরের পাঁচজন নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon