বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
 

সিরাজগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত অর্ধশতাধিক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫

---
‎জাহিদ হাসান , সিরাজগঞ্জ প্রতিনিধি:
‎সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর মাওলানা শাহিনুর আলমের গাড়িবহরে সোমবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিএনপি নেতা-কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ৫০-৬০ জন আহত হন; এর মধ্যে সোনামুখী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

‎প্রথম হামলাটি ঘটে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে একটি ইসলামী জালসা মঞ্চে ওঠার সময়। সেখানে জামায়াতের প্রার্থী উঠে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিলে বিএনপির এমপি প্রার্থী সেলিম রেজার উপস্থিতিতে বিএনপি নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ২-৩ জন জামায়াত কর্মীকে মারধর করে। উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলাকারীরা পিছিয়ে যায়।

‎এরপর জালসা শেষে ফেরার পথে পুনরায় জামায়াত মনোনীত প্রার্থীর গাড়িবহরে দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় বিএনপি কর্মীরা। এতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।

‎তৃতীয় দফা হামলাটি ঘটে সোনামুখী বাজার এলাকায়। সেখানে বিএনপি নেতা-কর্মীরা আবারও জামায়াত কর্মীদের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ করেছেন জেলা জামায়াত আমীর ও এমপি প্রার্থী মাওলানা শাহিনুর আলম।
‎‎ঘটনার নিন্দা জানিয়ে জেলা জামায়াত আমীর ও এমপি প্রার্থী মাওলানা শাহিনুর আলম বলেন, “এটি একটি ন্যাক্কারজনক, পরিকল্পিত সন্ত্রাসী হামলা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এ ধরনের ঘটনা লেভেল প্লেয়িং ফিল্ডকে চরমভাবে বাধাগ্রস্ত করছে।”

‎তিনি আরও জানান, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সব হামলা, প্রতিহিংসা ও ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে দেবার আহ্বান জানিয়েছেন তিনি।

‎ঘটনার খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon