মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন।
শনিবার বেলা ৩ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,কুষ্টিয়া থেকে সরকার পরিবহন একটি বাস (ব১১০০৭০) এবং ঢাকা থেকে সুবর্ণ এগ্রো ট্রাক (ট২২ ৪৬০৮) মধ্যে সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে যাত্রী, ট্রাকচালক ও হেল্পার খুব গুরুত্বর আহত হয়েছেন তাদেরকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাস্থল থেকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মন্তব্য