রবিবার, ২৪ আগস্ট ২০২৫
 

রাজাপুরের শিশু দুই কিশোর নিখোঁজ, পরিবারে উৎকন্ঠা!

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫

---
ঝালকাঠি প্রতিনিধি 
ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা গ্রাম থেকে দুই কিশোর নিখোঁজ হয়েছে। আজ বেলা ১১টার দিকে নিজ বাড়ির সামনে থেকে তারা হারিয়ে যায় বলে পরিবার জানিয়েছে।

নিখোঁজরা হলেন -পশ্চিম ইন্দ্রপাশা নিবাসী ও বাঘরীবাজার ওয়াকসপের মালিক রিপনের ছোট ছেলে মাহিম (১২) এবং আঃ শুক্কুরের ছেলে মাহিম (১৪)।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ শিশু মাহিম (১২)-এর গায়ের রং ফর্সা, পরনে ছিল লাল গেঞ্জি এবং কাঁধে একটি স্কুল ব্যাগ। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবার উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত তাদের খোঁজে সহায়তার জন্য সবার সহযোগিতা কামনা করেছে।

কেউ তাদের সন্ধান পেলে রিপনের সঙ্গে ০১৭২১৩২৮৪১১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon