ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা গ্রাম থেকে দুই কিশোর নিখোঁজ হয়েছে। আজ বেলা ১১টার দিকে নিজ বাড়ির সামনে থেকে তারা হারিয়ে যায় বলে পরিবার জানিয়েছে।
নিখোঁজরা হলেন -পশ্চিম ইন্দ্রপাশা নিবাসী ও বাঘরীবাজার ওয়াকসপের মালিক রিপনের ছোট ছেলে মাহিম (১২) এবং আঃ শুক্কুরের ছেলে মাহিম (১৪)।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ শিশু মাহিম (১২)-এর গায়ের রং ফর্সা, পরনে ছিল লাল গেঞ্জি এবং কাঁধে একটি স্কুল ব্যাগ। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবার উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত তাদের খোঁজে সহায়তার জন্য সবার সহযোগিতা কামনা করেছে।
কেউ তাদের সন্ধান পেলে রিপনের সঙ্গে ০১৭২১৩২৮৪১১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য