কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি;
পিরোজপুরের কাউখালীতে দুস্থ অসহায় পরিবারের নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী দের কর্মক্ষম ও শিক্ষা গ্রহণের সুবিধার্থে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার একুশে আগস্ট দুপুর ১ টায় উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এ সমস্ত সামগ্রী বিতরণ করেন ।
এ সময় তিনি ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ২জন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল এবং ১৬ জন অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করেন। এই সমস্ত সেলাই মেশিন ২০২৪ -২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে প্রদান করা হয়।এর আগে পিরোজপুর জেলা প্রতিবন্ধী সংস্থা থেকে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল প্রতিবন্ধীদের মাঝে বিতরণের জন্য উপজেলা প্রশাসনের হাতে প্রদান করেন । এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সরকারি বালিকা বিদ্যালয় কিশোরী স্বাস্থ্য উন্নয়নে অ্যাডলেসেন্ট কেয়ার শীর্ষক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরে তিনি উপজেলার বিভিন্ন অফিস ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। দুপুর দেড়টায় উপজেলা হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান আশ্রয়ন প্রকল্পে আশ্রিতদের পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের যোগ দিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভূঁইয়া।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান , সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখো ।
মন্তব্য