মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় চারজন ব্যবসায়ীর বিরুদ্ধে চারটি পৃথক মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬ টার সময় গোয়ালন্দ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।
অভিযানে জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তর রাজবাড়ীর পরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী দেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় সরকার ২০০২ সাল থেকে দেশে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, বিপণন, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে।
মন্তব্য