কে.ডি পিন্টু (চট্টগ্রাম ব্যুরো) :
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় জনাব আবু হাসান, এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব ফোর্স সদর দপ্তর, কুর্মিটোলা , ঢাকা-এর নেতৃত্বে র্যাব-৭, চট্টগ্রাম এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম -এর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ২৭ মে মঙ্গলবার পরিচালিত উক্ত মোবাইল কোর্টে নূর আহমেদ সওদাগরের বাড়ির নামহীন নকল ক্যাবল কারখানা, সাগরিকা রোড, চট্টগ্রাম প্রতিষ্ঠানকে বিএসটিআই সিএম ও মোড়ক নিবন্ধন সনদ গ্রহণব্যতীত স্বনামধন্য কোম্পানীর বিভিন্ ব্রান্ড যেমন : বিআরবি, আরআর, পলি ক্যাবল, এসকিউ, বিজলি, আরএমপি, বিবিএস ব্রান্ন্ডের লেবেল লাগিয়ে মানহীন নকল ‘ক্যাবল’ পণ্য উৎপাদন , বিক্রি/বিতরণ করার অপরাধে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুসারে ১ লক্ষ টাকা এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুসারে ১ লক্ষ টাকাসহ সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে প্রতিষ্ঠানটির পণ্যসমূহ জব্দ করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়৷
এছাড়া মো. আলী সাহেবের বাড়ির নামহীন নকল ক্যাবল কারখানা, সাগরিকা রোড, পাহাড়তলী, চট্টগ্রাম প্রতিষ্ঠানটি বিএসটিআই সিএম ও মোড়ক নিবন্ধন সনদ গ্রহণব্যতীত স্বনামধন্য কোম্পানীর বিভিন্ ব্রান্ড যেমন : বিআরবি, আরআর, পলি ক্যাবল, এসকিউ, বিজলি, আরএমপি, বিবিএস ব্রান্ন্ডের লেবেল লাগিয়ে মানহীন নকল ‘ক্যাবল’ পণ্য উৎপাদন , বিক্রি/বিতরণ করার অপরাধে অপরাধে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুসারে প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়৷ এছাড়াও, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে প্রতিষ্ঠানটির পণ্যসমূহ জব্দ করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়৷
এছাড়াও সিসিসি ক্যাবল কর্পোরেশন, প্রাণ হরিদাশ রোড, পাহাড়তলী, চট্টগ্রাম প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআই মান চিহ্ন ব্যবহার করে ‘ক্যাবল’ পণ্য উৎপাদন করার অপরাধে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুসারে ১ লক্ষ টাকা এবং মোড়কজাত সনদ গ্রহণব্যতীত বাজারজাত করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুসারে আরো ১ লক্ষ টাকাসহ সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা প্রকৌ. আবদুর রহিম, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌ. সজীব চৌধুরী, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিএসটিআই’র উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী জনাব গোলাম রাব্বানী বলেন, চট্টগ্রাম বিএসটিআই’র উদ্যেগে জনস্বার্থে এ ধরনের অভিযান সবসময়ই চলমান থাকবে।
মন্তব্য