শুক্রবার, ৩০ মে ২০২৫
 

ইন্দুরকানিতে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী নরীসহ আহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫

---

ইন্দুরকানি প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে কলা গাছ নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী নারীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার (২৭ মে) বিকালে গুরুতর আহত বিথি আক্তারের খালা নাছিমা বেগম (৫৮) বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত রবিবার (১৮ মে) উপজেলার চরণী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

 হামালায় আহতরা হলেন- বুদ্ধি প্রতিবন্ধী মোস্তফা খান, তার স্ত্রী বিউটি বেগম ও মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী বিথি আক্তার। এদের মধ্যে গুরুতর আহত বিথিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

 

অভিযোগ পত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের এপ্রিল মাসে উপজেলার পত্তাশী  ইউনিয়নের চরণী পত্তাশী গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী মোস্তফা খানের বড় ভাই তোজাম্বার আলী খানের কাছ থেকে পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার বড়জামুয়া গ্রামের নিজাম খানকে এক বিগা জমি এক বছরের জন্য চল্লিশ হাজার টাকায় নগদ দেন। জমির মেয়াদ শেষ হওয়ার পরে মোস্তফা খানের স্ত্রী বিউটি বেগমের কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন নিজাম খান। চাঁদা না দিলে জমি দখলের হুমকি দেন নিজাম খান।

 

চলতি মাসের (১৮ মে) নিজাম খানসহ তার লোকজন জমি থেকে কলাগাছ উঠিয়ে নিয়ে যায়। এসময় মোস্তফা খানের স্ত্রী বিউটি বেগম বাধা দিলে প্রতিপক্ষ নিজাম খানের নেতৃত্বে ফরিদ খান, সাহিন খান, সজিব খান ও বারেক খান দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের মারপিটে বিউটি বেগম আহত হন। পরে তার স্বামী মোস্তফা খান ও মেয়ে বিথি আক্তার তাকে উদ্ধার করতে আসলে তাদেরকেও মারধর করে গুরুতর জখম করে।

 

আহত বিউটি বেগম বলেন, আমিও আমার বোন নাসিমা বেগমকে সঙ্গে নিয়ে বড় ভাইয়ের কাছে পাওনা দুই লক্ষ ৬০হাজার টাকা বাড়িতে নিয়ে আসার সময় পথের মধ্যে জমি থেকে প্রতিপক্ষ নিজাম খানসহ তার লোকজন কলা গাছ উঠিয়ে নিয়ে যায়। এসময় তাঁদের বাধা দিলে আমার উপর অতর্কিত হামলা করে। আমাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায় নিজাম খানসহ তার লোকজন। আশা করবো, প্রশাসন এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেবে।

 

অভিযুক্ত নিজাম খান বলেন, কলা গাছ নিয়ে আমার চাচাতো ভাই সাহিন খানের সাথে বিরোধ সৃষ্টি হয়েছে। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এছাড়াও এই রিপোর্টার তাকে ঘটনার সংশ্লিষ্ট কিছু প্রশ্ন করলে তিনি মারমুখী আচরণ করেন।

 

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন সাংবাদিকদের জানান, মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon