শুক্রবার, ৩০ মে ২০২৫
 

রাজবাড়ীতে ১৬০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়  ১৬০ (একশত ষাট) গ্রাম হেরোইন, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং এক বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার (২৮ মে) রাত পৌনে ১ টার সময়  এসআই মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ট্রাক টার্মিনালের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক হন মুক্তা বেগম (৪০) এবং তার স্বামী জাহাঙ্গীর হাওলাদার (৪৮)।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মুক্তা বেগমের বিরুদ্ধে দুটি মামলা এবং জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে মোট সাতটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে এক বছরের সাজা থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

 

আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,

“রাজবাড়ী জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আমরা যেকোনো মূল্যে মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon