সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
 

এইচএসসির পর ডিপ্লোমা নাই ডিপ্লোমাকে ডিগ্রি সমান চাই এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেন বাগেরহাট জেলা নার্সিং ইনস্টিটিউট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫

 

---

মো : মুন্না শেখ কচুয়া, বাগেরহাট  প্রতিনিধি।


 সমগ্র বাংলাদেশের ন্যায় বাগেরহাট  জেলার নার্সিং ইনস্টিটিউট ও নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজ একত্রে এই বিক্ষোভ আয়োজন করেন।তাদের সবার দাবি ডিপ্লোমা  ইন  নার্সিং  সায়েন্স  এন্ড  মিডওয়াইফারি এবং  ডিপ্লোমা  ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক  সমান ডিগ্রি  পাস করার দাবিতে এই সমাবেশ এর আয়েজন করে। রবিবার  তারা নার্সিং ইনস্টিটিউট এর সামনে বিক্ষোভ সমাবেশ করে তাদের দাবি এইচএসসি পরেও তিন বছর ডিপ্লোমা করার পর ও ছয় মাস ইনটানী করার পরও তাদের এইচএসসির সমমান থাকে তাই তাদের এই এইচএসসি সমমান বাদ দিয়ে ডিগ্রীর সমান করতে হবে। আর তারা কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলে যতদিন পর্যন্ত তাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন না হবে ততদিন তারা এই আন্দোলন করে যাবে এবং এর থেকে আরও বড়  আন্দোলনের ডাক দিবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon