শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
 

কাউখালীতে শুভ বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ঃ কাউখালীতে শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, র‌্যালি, বৈশাখী মেলা ও লোকজ উৎসব অনুষ্ঠিত হয়। ১৪ ই এপ্রিল সোমবার সকালে বর্ষবরণের এই সমস্ত অনুষ্ঠানের  নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সোলায়মান, উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবীর, জাসসের উপজেলা আহবায়ক মনিরুজ্জামান মনির, এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, সুব্রত রায় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি কর্মকর্তাগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরে  উপজেলার বেকুটিয়া ব্রিজ সংলগ্ন বিনোদন কেন্দ্রে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা বিএনপির আহবায়ক আহাসান কবিরের নেতৃত্বে  বর্ষবরণ উপলক্ষে আলাদা র‌্যালি ও শোভাযাত্র বের করেন।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon