শনিবার, ৪ মে ২০২৪
 

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাবের কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু

জাহাঙ্গীর আলম পলক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে টহল জোরদার

রিপোর্ট - জাহাঙ্গীর আলম পলক,

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কমলাপুর রেলস্টেশনে কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু করেছে র‍্যাব ৩।

ঈদুল ফিতরে মানুষের ঘরে ফেরার আনন্দ নিরাপদ করতে তৎপর রয়েছে র‌্যাব। কমলাপুর রেলস্টেশন থেকে মানুষের গ্রামে যাওয়া এবং শহরে নিরাপদে ফিরে আসা নিশ্চিত করবে সংস্থাটি।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) মোঃ শামীম হোসেন।

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘ঈদকে আনন্দঘন ও নিরাপদ করার জন্য র‌্যাব সবসময়ই কাজ করে যাচ্ছে। এবারো ঈদুল ফিতর উপলক্ষে কমলাপুর রেলস্টেশন থেকে মানুষের গ্রামের বাড়ি যাওয়া এবং শহরে নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে তৎপরতা রয়েছে র‌্যাব। মানুষের ঘরে ফেরা আনন্দঘন ও নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাব-৩ এর কন্ট্রোল রুম

যেকোনো আইনগত সহায়তা পেতে কন্ট্রোল রুম এবং হটলাইন নাম্বারে যোগাযোগ করার পরামর্শ ও দিয়েছেন। হটলাইন নাম্বার 01777710399।

এবং বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে র‌্যাবের এই কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে।

এবং এই কন্ট্রোল রুম থেকে পাওয়া যাবে ৬ ধরনের সেবা।

১। যেকোনো আইনগত সহায়তা।

২। জাল টাকা সনাক্ত করন।

৩। সন্দেহ ভাজন ব্যাক্তিদের জাতীয় পরিচয় পত্র যাচাই করে আইনের আওতায় নেওয়া।

৪। সিনিয়র সিটিজেন, শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ব্যাক্তি সহায়তা চাইলে সহায়তা করা।

৫। ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

৬। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে তড়িৎ গতিতে যাত্রীদের সহায়তা করা।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon