মোঃ জিয়াউল ইসলাম
পাথরঘাটা-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল (৪২) ও তার সহকারী জাহাঙ্গীর মল্লিক (৬০) গুরুতর আহত হয়েছেন।
রবিবার পেশাগত দায়িত্ব পালনের সময় পটুয়াখালী থেকে পাথরঘাটায় ফেরার পথে সন্ধা ৬টায় উপজেলার খ্রিস্টান বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আমিন সোহেল সূত্রে জানা গেছে, ইট বোঝাই একটি টমটম ও বিভাটেক (অটোরিকশা) কে সাইড দেওয়ার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয় সুজন নামে এক ব্যাক্তি তাদের ২ জনকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আহত ২ জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত হওয়ায় আমিন সোহেল কে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে এবং জাহাঙ্গীর মল্লিককে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মন্তব্য