সোমবার, ২৬ মে ২০২৫
 

বাউফলে নৈশ কালীন ফুটবল প্রীতি ম্যাচের মাধ্যমে নতুন বছরকে বরণ

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ১ জানুয়ারী ২০২৩

---
মুনতাসির তাসরিপ, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে নতুন বছরকে বরণ করতে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে কিছু উদ্যমী তরুণ। শনিবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এ খেলার সূচনা ঘটে।

জানা যায়, উপজেলার কালাইয়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে এমন উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় তরুণ ব্যবসায়ী শাওন খান এবং কিছুদিন আগে খেলাধুলার প্রতি ভালোবাসার মধ্য দিয়ে তৈরি করেন ‘রংধনু ক্রীড়া চক্র’ নামক একটি ক্লাব। এই ক্লাবের উদ্যোগে নৈশ কালীন খেলার আয়োজন করা হয়।

উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কালাইয়া ইউপি চেয়ারম্যান এস এম ফয়সাল আহমেদ, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন গুণীজনেরা। খেলা শুরুর পরপরই ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে খেলাপ্রেমি মানুষদের আনাগোনা দেখা যায়। খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবু। উক্ত খেলায় রংধনু ক্রীড়া চক্র এবং বাউফল একাদশের সাথে প্রীতি ম্যাচে বাউফল একাদশ ১-০ গোলে জয় লাভ করে। পরবর্তীতে প্রধান অতিথি বাউফল একাদশকে পুরষ্কার তুলে দেন।

খেলার উদ্যোক্তা শাওন খান জানান, আজকে বছরের শেষ দিন। এমন সময় দেখা যায় বিভিন্ন পার্টির আয়োজন করে কিশোরেরা মাদকে আসক্ত হয়। কিন্তু আমরা চাই তারা খেলাধুলার প্রতি আগ্রহী হোক। আর এমন প্রত্যয়ে আমরা প্রতিষ্ঠা করি রংধনু ক্রীড়া চক্র। এই খেলার মাধ্যমে ক্লাবটি নিজেদের উদ্দেশ্য সম্পর্কে জানান দিয়েছে।

ইউপি চেয়ারম্যান এস এম ফয়সাল আহমেদ বলেন, নৈশ কালীন ফুটবল টুর্নামেন্ট একটি উপভোগ্য খেলা। স্থানীয় তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মাদকের বিরুদ্ধে লড়তে হলে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। ধন্যবাদ রংধনু ক্রীড়া চক্রকে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon