বুধবার, ২৮ মে ২০২৫
 

চাঁপাইনবাবগঞ্জে চেক প্রতারণা মামলার দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১ জানুয়ারী ২০২৩

---
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে চেক প্রতারণা মামলার দীর্ঘদিনের ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। ঢাকা এবং জামালপুর পৃথক অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: শিবতলা এলাকার মৃত সাদিকুল ইসলামের ছেলে নাদিম আলী এবং হরিপুর চোহদিটোলা এলাকার আফতাব উদ্দিনের ছেলে আওয়াল।

সদর মডেল থানার এএসআই করিম বলেন: আওয়াল নামে চেক -এর মামলায় আদালত তাকে ৯ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লক্ষ্য টাকা অর্থদণ্ড প্রদান করেন তারপর থেকে আওয়াল পলাতক ছিলেন এবং নাদিম নামে চেক এর মামলায় আদালত তাকে ৮ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লক্ষ্য টাকা অর্থদণ্ড প্রদান করেন তারপর থেকে নাদিম পলাতক ছিলেন,আওয়াল-কে ঢাকা থেকে গ্রেফতার করা হয় এবং নাদিম-কে জামালপুর থেকে গ্রেফতার করা হয়।

সদর মডেল থানার এসআই আজিম আহমেদ বলেন, গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান দিকনির্দেশনায় সদর মডেল থানার এসআই আজিম আহমেদএর নেতৃত্বে এএসআই করিম, এএসআই নয়ন কৃষ্ণ হোড় এএসআই সঞ্জয় শুক্রবার ঢাকা ও জামালপুর দুটি স্থানে অভিযান চালিয়ে ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর মডেল থানা পুলিশ। আসামীদের গ্রেফতার পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon