শুক্রবার, ১০ মে ২০২৪
 

ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২

---
শঙ্কা বাস্তবে রূপ নিলো। গোড়ালির চোটে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার। ব্রাজিলের সামনের দুটি ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে তিনি খেলতে পারবেন না।

ব্রাজিল দলটির চিকিৎসক রদ্রিগো লাসমারকে উদ্ধৃত করে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স সমর্থকদের এই দুঃসংবাদ দিয়েছে। চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, চলমান আসরের প্রথম রাউন্ডে আর দেখা যাবে না নেইমারকে।

নেইমার একা নন, জুভেন্তাস ডিফেন্ডার দানিলোও গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন। গণমাধ্যমের কাছে লাসমার বলেছেন, ‌‘নেইমার ও দানিলোর এমআরআই করানোর পর আমরা উভয়ের গোড়ালির লিগামেন্টে চোট খুঁজে পেয়েছি।’
‘তারা সামনের ম্যাচ নিশ্চিতভাবেই মিস করবে এবং আমাদের সতর্ক থাকতে হবে। তাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা দেওয়া হবে যাতে তারা আবারও বিশ্বকাপে খেলতে পারে’,- বলেন ব্রাজিল দলের চিকিৎসক।

সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় দিয়ে হেক্সা মিশন শুরু করেছে ব্রাজিল। কিন্তু সেলেসাওদের এমন খুশির দিনে দুশ্চিন্তা হয়ে আসে নেইমারের চোট।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon